উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা ফুটবলারদের নিয়ে সর্বকালের সেরা একাদশ সাজিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। দলে রয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। জায়গা করে নিতে পারেননি রিয়াল মাদ্রিদ কিংবদন্তি জিনেদিন জিদান। ‘আল্টিমেট অলটাইম একাদশ’ নামের এই দলে সবচেয়ে বেশি রয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনার ৫ জন খেলোয়াড়। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তিনজন রয়েছেন। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল, লিভারপুল ও জার্মান বুন্ডেস লিগার বার্য়ান মিউনিখ থেকে জায়গা করে নিয়েছেন একজন করে। উয়েফা’র সেরা একাদশে সুযোগ পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়ালের হয়ে ট্রফি জিতেছেন।বার্সার হয়ে দলটিতে প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি, জাভি, আন্দ্রে ইনেয়েস্তা, কার্লেস পুয়েল, জেরার্ড পিকে। রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ করে নিয়েছেন রোনালদো, ইকার ক্যাসিয়াস ও সার্জিও রামোস। আর্সেনালের থিওরি অরি, লিভারপুলের স্টিভেন জেরাড ও বার্য়ান থেকে রয়েছেন ফিলিপ লাম। উয়েফার আল্টিমেট অলটাইম একাদশ, গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস । রক্ষণভাগ: ফিলিপ লাম, কার্লেস পুয়েল, জেরার্ড পিকে, সার্জিও রামোস । মধ্যভাগ: জাভি, আন্দ্রে ইনেয়েস্তা, স্টিভেন জেরাড । আক্রমণভাগ: থিওরি অরি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ।