আগামী ৩০ অক্টোবর জানা যাবে কার হাতে উঠছে ব্যালন ডি’অরের পুরস্কার। তবে এর দুই সপ্তাহ আগেই খবর ফাঁস করে দিয়েছে স্প্যানিশ গণমাধ্য দারিও স্পোর্ত। স্পেনের এই পত্রিকার দাবি, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। ৩০ তারিখে আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠবে এই পুরস্কার। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ৩০ তারিখেই তা জানা যাবে।এবার মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা ও গোল মেশিন আর্লিং হালান্ড। ২০২২-২৩ মৌসুমে ম্যানসিটির হয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। প্রতিদ্বন্দ্বিতায় আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও।
ইতিমধ্যে উয়েফার বর্ষসেরার পুরস্কারও জিতেছেন হালান্ড। কিন্তু কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৭ গোল করে অনবদ্য অবদান রাখেন লিওনেল মেসি। এ ছাড়া পিএসজির হয়ে লিগ শিরোপা এবং কাপের শিরোপা জিতেছেন
তবে মূলত বিশ্বকাপ জেতার কারণেই মেসিকে এগিয়ে রাখা হচ্ছে।এর আগে সর্বোচ্চ সাতবার এই পুরস্কার জিতেছেন মেসি। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম