এক স্প্যানিশ তরুণীর আনা যৌন হয়রানির অভিযোগে গত শুক্রবার থেকেই জেলহাজতে কাটাতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের। তার আইনজীবী করতে পারছে না কিছুই। উল্টো আরও জটলা পাকাচ্ছে আলভেজের তিন রকম কথা। এ অবস্থায় ঘোর বিপদের সামনে সাবেক এই বার্সা কিংবদন্তি। তাই শেষমেশ আইনজীবী পরিবর্তন করে মেসির আইনজীবী ক্রিস্টোবাল মার্টেলের শরণাপন্ন হয়েছেন ৩৯ বছর বয়সী।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ৪ জানুয়ারি মামলা করে স্পেনের এক তরুণী। বর্তমানে সেই মামলায় ৩৯ বছর বয়সী সাবেক বার্সা তারকা জেলহাজতে রয়েছেন। যদিও যৌন হয়রানির অভিযোগ স্বীকার করেননি তিনি। উল্টো প্রথমে ওই নারীকে কখনও দেখেননি বলে জানান তিনি।
✪ আরও পড়ুন: খেলতে খেলতে মাঠেই প্রাণ গেল বাংলাদেশি ফুটবলারের
তবে নতুন করে সমস্যা বাধিয়েছে আদালতে দেওয়া আলভেজের জবানবন্দি। কাতালুনিয়ার পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে যেসব আলামত উদ্ধার করেছে তারা, সেসবের সঙ্গে আলভেজের জবানবন্দির বৈসাদৃশ্য রয়েছে। ‘টিভি৩’ জানিয়েছে, আলভেজ তার জবানবন্দিতে তিন রকম কথা বলেছেন। এক, আলভেজ বলেছেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন না। দুই, আলভেজ বলেছেন, অভিযোগকারী নারীর সঙ্গে তার দেখা হয়েছে কিন্তু কিছু ঘটেনি। তিন, আলভেজ বলেছেন, অভিযোগকারী নারীই তার গায়ে ঢলে পড়েছেন।
✪ আরও পড়ুন: রোমাঞ্চকর ৭ গোলের জয়ে এমবাপ্পেরই ৫ গোল
অর্থাৎ জবানবন্ধিতে ফেসে যাচ্ছেন আলভেজ। যৌন হয়রানির অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণিত হলে ৪ বছর অন্যদিকে ধর্ষণ প্রমাণিত হলে ১২ বছরের জেলও হতে পারে তার। এ অবস্থায় আইনজীবী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আলভেজ।
নতুন করে আলভেজ মেসির আইনজীবী ক্রিস্টোবাল মার্টেল কে মামলার জন্য লড়তে বলেছেন। এর আগেও একাধিক সেলিব্রিটির মামলা পরিচালনা করা ও নিষ্পত্তি করার দক্ষতা রয়েছে তার। মেসি ছাড়াও এবং পুজল ফেরুসোলা ও নেইমারকে বার্সার কর জালিয়াতির অভিযোগ থেকে বাঁচিয়ে ছিলেন তিনি।
✪ আরও পড়ুন: শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করল ফিফা