ষষ্ঠ ও রেকর্ড টানা তৃতীয়বারের মতো ‘গোল্ডেন বুট’ পুরস্কার জিতলেন মেসি। ২০১৮-১৯ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি গোল করায় লিওনেল মেসি ‘গোল্ডেন বুট’ জিততে চলেছেন। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা এবার সেটাও হলো। বার্সেলোনা অধিনায়কের হাতে তুলে দেয়া হলো সম্মানজনক এ পুরস্কারটি।
বুধবার (১৬ অক্টোবর) বার্সেলোনায় জমকালো অনুষ্ঠানে সপরিবারে হাজির হন মেসি। সব মিলে ষষ্ঠ ও রেকর্ড টানা তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতেন মেসি। তার আগে কোনো ফুটবলারই এ কীর্তি গড়তে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ চার বার পুরস্কারটি জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগার গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩৬ গোল করেছিলেন মেসি। এছাড়া আরও ১৩টি গোলে সহায়তা করেন এ আর্জেন্টাইন তারকা। এ প্রতিযোগিতায় মেসি হারিয়েছেন ৩২ গোল করা পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে।
মেসি এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন। এমন সাফল্যের কৃতিত্ব মেসি তার সতীর্থদের দেন।# সময় নিউজ