আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে ছাঁটাই করেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া কর্তৃপক্ষ। হুলেন লোপেতেগুইকে সরিয়ে অক্টোবরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার অধীনে সেভিয়া লিগ টেবিলে নামতে নামতে ১৪তে দাঁড়িয়েছে।
বিবৃতি দিয়ে সেভিয়া জানিয়েছে, সাম্পাওলি সেভিয়ার দায়িত্বে থাকছেন না। ক্লাব কর্তৃপক্ষ দ্রুতই নতুন কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ কাজের জন্য সাম্পাওলিকে ধন্যবাদ জানাচ্ছে। আন্তর্জাতিক বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টারে ফাইনালে নামবে সেভিয়া। তার আগে কোচ পরিবর্তন করলো ক্লাবটি। তার জায়গায় লুইস মেন্ডিলিবারকে দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার ফুটবল ভক্তদের জন্য হোর্হে সাম্পাওলিকে ভুলে যাওয়া কঠিন। রাশিয়া বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা লিওনেল মেসি-ডি মারিয়াদের কোচ ছিলেন তিনি। কিন্তু গ্রুপ পর্বে বাজে ফুটবলের পর শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা। প্রতি ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ নামানোয় সমালোচনার শিকার হন তিনি।
বিশ্বকাপের পরই সরে যেতে হয় আর্জেন্টিনার দায়িত্ব থেকে। এরপর ব্রাজিলের ক্লাব সান্তোস, অ্যাথলেটিকো মিনেইরো এবং ফ্রান্সের মার্সেইয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। সেভিয়া তাকে চাকরিচ্যুত করায় ১০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে বলে সংবাদ মাধ্যম এএস জানিয়েছে।