মোঃ সদরুল কাদির শাওন::
ডিজিটাল বাংলা নিউজ এ প্রকাশিত সংবাদের পর রাজধানী ঢাকাসহ সারাদেশে মেয়াদোত্তীর্ণ খেজুরের সন্ধ্যানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই ধারাবাহিকতায় রাজধানীর সূত্রাপুরের ফরাশগঞ্জের সিটি আইস এন্ড কোল্ড ষ্টোরেজ এ রক্ষিত হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, নষ্ট ও পঁচা ১১০ টন খেজুর জব্দ করেছে র্যাব। এ ঘটনায় ৩টি প্রতিষ্ঠানকে ৯৯ লক্ষ টাকা জড়িমানা এবং একজনকে দুই বছর কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬এপ্রিল) দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, র্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার মো. রেজাউল করিম এর নির্দেশে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তারই অংশ হিসেবে র্যাবের একটি দল সুত্রাপুর থানাধীন ফরাশগঞ্জ সিটি আইস এন্ড কোল্ড ষ্টোরেজ এর মালিক ও আহনাফ ইন্টারন্যাশন্যাল ও আরাদ ইন্টারন্যাশন্যাল কোম্পানী মেয়াদোত্তীর্ণ নষ্ট ও পচাঁ খেজুর আসন্ন পবিত্র রমজান মাস আগমনের পূর্বেই মজুদ করে নতুন প্যাকেটজাত করে বিক্রি করে জনসাধারনের সাথে প্রতারনা করে আসছে বলে তথ্য পায়।রাজধানীর সূত্রাপুরের ফরাশগঞ্জের সিটি আইস এন্ড কোল্ড ষ্টোরেজ এ রক্ষিত হিমাগারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, নষ্ট ও পঁচা ১১০ টন খেজুর জব্দ করেছে র্যাব। এ ঘটনায় ৩টি প্রতিষ্ঠানকে ৯৯ লক্ষ টাকা জড়িমানা এবং একজনকে দুই বছর কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬এপ্রিল) দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
পরে সরকারী নির্দেশনা মতে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল জালিয়াতির আশ্রয় নেয়া উপরোক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাবের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ সারোয়ার আলম এর সহযোগিতায়, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬, ২৯ ও ৩২ ধারায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় সূত্রাপুর থানার ফরাশগঞ্জ সিটি আইস এন্ড কোল্ড ষ্টোরেজ এর মালিক, আহনাফ ইন্টারন্যাশন্যাল ও আরাদ ইন্টারন্যাশন্যাল কোম্পানী মেয়াদোত্তীণ, নষ্ট ও পঁচা খেজুর মজুদ করে আসন্ন রমজানে বাজারে বিক্রি করে জনসাধারনের সাথে প্রতারনা করে চেষ্টার প্রমান পায়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম ফরাশগঞ্জ সিটি আইস এন্ড কোল্ড ষ্টোরেজ এ রক্ষিত হিমাগারে মেয়াদোত্তীর্ণ, নষ্ট ও পঁচা ১১০ টন খেজুর জব্দ, সংরক্ষণ করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৯৯ লক্ষ টাকা জড়িমানা এবং একজনকে দুই বছর কারাদন্ড দিয়েছেন।