আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জন। গতকাল শুক্রবার (১২ আগস্ট) দেশটির সীমান্তবর্তী কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে জানা যায়, দুই গ্রুপের সংঘর্ষে পর সে খবর জানাজানি হলে গ্রুপ দুটির সদস্যরা বাইরে হামলা চালায়। এ সময় অতর্কিত গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে তারা। এ ছাড়া পুড়িয়ে দেয় বেশ কয়েকটি দোকানপাট।
দেশটির প্রেসিডেন্ট হত্যার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া হামলাকারীদের শনাক্ত করে কঠিন শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় দুই কারাবন্দি নিহত হয়। এতে আহত হয় চারজন। স্থানীয় গণমাধ্যমে দাঙ্গার জন্য সিনালোয়া কার্টেলকে দায়ী করা হয়েছে। এই গ্যাংয়ের সাবেক নেতা জোয়াকিন এল চ্যাপো গুজম্যান যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন সাজা খাটছেন।