আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার ভোরবেলা দেশটির উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির এক হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। জ্বালানী ট্রাকের চালক বেঁচে গেছে বলে জানা গেছে এবং তদন্ত চলছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির এক হাইওয়েতে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। বাসটি হিদালগো রাজ্য থেকে মন্টেরি যাচ্ছিল। সংঘর্ষে দুটি গাড়িতে আগুন ধরে যাওয়ায় ১৮ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা করা হচ্ছে।