বিনোদন ডেস্কঃ বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপস্থাপক, পরিচালক, প্রযোজক ও লেখক হানিফ সংকেতকে নিয়ে যারা মৃত্যুর গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার মৃত্যুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। এই মৃত্যুর গুজবে তার লাখো ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত এবং চিন্তিত। তাই ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় হানিফ সংকেতের সঙ্গে। এ ঘটনায় বেশ বিব্রত হানিফ সংকেত।
হানিফ সংকেত এ প্রসঙ্গে বলেছেন, আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। বেশ কিছু ইউনিট কাজ করছে গুজব প্রচারকারীদের ধরার জন্য। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেয়া হয়। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, প্রথমে টিকটক থেকে এ গুজব ছড়ানো হয়। এরপর বিষয়টিকে সত্য মনে করে কোনো খোঁজ খবর ছাড়াই দায়িত্বশীল অনেকে আমার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, হানিফ সংকেতের মারা যাওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর দেখা যায় এর মধ্যে ‘আসিফ-উদ-দৌলা জুয়েল’ নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘শোক এবং শ্রদ্ধা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, প্রযোজক ও নির্মাতা বিশিষ্ট গুণীজন হানিফ সংকেত আজ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা গভীর শোক প্রকাশ করছি।’