আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে আসুন। উপজেলা পরিষদ নির্বাচনে কেন অংশ নিচ্ছেন না? বিরোধী দল বিহীন বাংলাদেশ চাই না। গলায় শক্তি থাকলে ৮ জনের কণ্ঠস্বর ৮০ জনের মতো কাজ করবে। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের দায়িত্ব।
তিনি বলেন, শেখ হাসিনার সাহসি নেতৃত্বে একাত্তর ও পচাত্তরের ঘাতকদের বিচার হয়েছে। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করা হবে। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তি ও সাবেক রাষ্ট্রনায়ক যারা বঙ্গবন্ধু সম্পর্কে জানেন তাদের আনা হবে। কিন্তু দুঃখ লাগে বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যার দিন ভুয়া জন্মদিনের নামে কেক কেটে উল্লাস করেন খালেদা জিয়া। ১৫ আগস্ট অনুষ্ঠানই করতে পারতাম না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। এসব কারণেই তাদের এই করুণ পরিণতি।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।