বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম। অনিশ্চিত অধিনায়ক মশরাফি বিন মুর্তজাও।
লর্ডস থেকে টিম ম্যানেজমেন্টের বরাতে আমাদের রিপোর্টার হুমায়ুন কবির রোজ জানিয়েছেন, অনুশীলনের সময়ের কনুইতে আঘাত পেয়েছেন মুশফিক। আর তাই এ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে জায়গা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
জানা গেছে, পুরনো ইনজুরি বেড়েছে মাশরাফির। এ ম্যাচে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলতে না পারলে তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার (৫ জুলাই) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। পাকিস্তানের বেঁচে আছে ঠিকই, তবে তার কফিন রচিত হয়ে গেছে নিউজিল্যান্ডকে ইংল্যান্ড হারিয়ে দেয়ার পর। সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩১২ রানে জিততে হবে সরফরাজ আহমেদদের।