ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে ফিফটি হাঁকিয়ে সাজঘরের পথ ধরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান।
আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৫ রান।
লক্ষ্য পুরণ করতে বাংলাদেশের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান তুলে নিয়েছেন লিটন। ম্যাচের দ্বিতীয় ওভারে রিস টপলির বলে জনি বেয়ারস্টোর তালুবন্দী হয়েছেন তামিম। আউট হওয়ার আগে ১ রান করেন তিনি। এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই টপলির বলে লিভিংস্টোনকে ক্যাচ দেন এ বাঁ-হাতি ব্যাটার। দলের হাল ধরতে বাইশ গজে আসেন টাইগার দলপতি সাকিব আল হাসান। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরেছেন তিনিও। এর পরেই উইকেট বিলিয়ে দেন মেহেদী হাসান মিরাজও। ম্যাচের ৯ম ওভারে ক্রিস ওকসের বলে জস বাটলারের তালুবন্দী হন তিনি।
নিয়মিত বিরতিতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে মুশফিকুর রহিমের সঙ্গে ৬২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তুলেন লিটন। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটিও তুলে নেন টাইগার ওপেনার। অবশ্য সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ক্রিস ওকসের বলে বাটলারের তালুবন্দী হন লিটন। আউট হওয়ার আগে ৭৬ রান করেন এ ডানহাতি ব্যাটার। তার বিদায়ে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। হৃদয়কে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন অভিজ্ঞ মুশফিক। ম্যাচের ৩০তম ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে ওয়ানডে ফরম্যাটে নিজের ৪৭তম ফিফটি হাঁকান মুশি। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি তিনি। রিস টপলির বলে ডিপ থার্ডে উড়িয়ে মারতে গিয়ে আদিল রশিদের তালুবন্দী হন মুশি। আউট হওয়ার আগে ৫১ রান করেন তিনি।
এরপর ক্রিজে আসেন শেখ মাহেদী। তারপর আউট হন ৩৯ ওভার ১ বলের সময় আউট হোন তাওহীদ হৃদয়। এসময় বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৭ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ এমআরবি