মাঝারি মানের দল গড়েও এবারে বিপিএলে দারুণ খেলছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। আগের দুই ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মতো দলকে হারিয়েছে তারা। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি এবার আর পারেনি। হেরে গেছে চিটাগং ভাইকিংসের কাছে। ম্যাচে মুশফিকুর রহিমের দলটি জিতেছে ছয় উইকেটে।
এই জয়ের সুবাদে চিটাগং ভাইকিংস পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে। সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। অনেকদিন শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস নেমে গেছে দ্বিতীয় স্থানে। সাকিবের দলটির সংগ্রহ ১০ পয়েন্ট।
মুশফিকুর রহিমের চমৎকার ব্যাটিং দৃঢ়তায় এই ম্যাচেও দারুণ জয় পেয়েছে চিটাগং। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এবারের আসরে সবচেয়ে ধারাবাহিক তিনি। এদিন তিনি খেলেছেন ৪৬ বলে ৬৪ রানের হার না মানা একটি ইনিংস। আর মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ৪৩ রান করেন।
এর আগে প্রথমে ব্যাট করে রাজশাহী গড়েছিল ১৫৭ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লরি ইভান্স এদিনও বেশ উজ্জ্বল ছিলেন। উদ্বোধনীতে খেলতে নেমে ৭৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। ৫৬ বল খরচায় আটটি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
উল্লেখযোগ্য একটি ইনিংস খেলেছেন রায়ান টেন ডেসকাটে। তিনি ২০ বলে ২৮ রান করেন। তবে শেষ দিকে আলো ছড়িয়েছেন ক্রিশ্চিয়ান জঙ্কার। তিনি ২০ বলে ৩৬ রানের হার-না-মানা একটি ইনিংস খেলেন।
এই হারে আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে মেহেদী হাসান মিরাজের দল আছে তালিকার পঞ্চম স্থানেই।
সূত্র : এন টি ভি