মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের প্রদুর্ভাবে মানুষ যখন ঘরে বন্দি ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। অর্থ ও শ্রমিক উভয় সংকটের কারনে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। এই সংকটময় সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)’র নেতৃত্বে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছেন আশরাফ মেম্বার।
মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ মেম্বারের নেতৃত্বে উপজেলার ৬০ শতকের একটি পাকা ধানের জমি বিনা পারিশ্রমিকে কেটে, সেই ধানের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে কৃষকের বাড়ী পৌছে দেন নেতাকর্মীরা। দেশের এই ক্রান্তিলগ্নে আশরাফ মেম্বারসহ সকল নেতাকর্মীদের এমন মহৎ উদ্যোগে আনন্দিত চাষীরা।
এসময় ধান কাটায় অংশ গ্রহন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের প্রভাবশালী সফল সদস্য আশরাফ মেম্বারসহ ৭০/ ৮০ জন নেতাকর্মী।
কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের প্রভাবশালী সফল সদস্য আশরাফ মেম্বার বলেন, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা বিনা পারিশ্রমিকে অসহায় কৃষকদের ধান কেটে তা বাড়ী পৌছে দিচ্ছি।
আমাদের প্রতিটি কমিটির ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকদেরকে অসহায় কৃষকদের জমির ধান কেটে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যহত থাকবে।