মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমানের বিরুদ্ধে লকডাউন ভঙ্গের মিথ্যা অভিযোগ করেছে একটি কুচক্রী মহল। ওসি সাদেকুর রহমানের পরিবার কুমিল্লা সদরে থাকেন। ১৫ই জুলাই থেকে ২৩ই জুলাই পর্যন্ত সরকারের কোন লকডাউন বা বিধি নিষেধ না থাকায় সাদেকুর রহমানের পরিবার মুরাদনগরে বেড়াতে আসেন। পরিবারের অনুরোধে ঈদের পরের দিন (২২ই জুলাই) ১৩ নং সদর ইউনিয়নের তিতাস নদী এলাকায় দুই জন গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং দুই জন পুলিশ অফিসার সহ প্রাকৃতিক দৃশ্য দেখতে যান। ঐ সময় নৌযান, মোটরযান, আকাশ পথ এবং মানুষ চলাচলের কোন বাধা নিশেধ ছিল না অর্থাৎ লকডাউন ছিল না। ঐ দিন সবাই মাস্ক পরে বেরিয়েছিলেন। শুধু ছবি তোলার সময় তারা মাস্ক খুলে ছবি তুলে ছিল।
ওসি সাদেকুর রহমান বলেন, ঈদের দিনও আমরা ডিউটি করেছিলাম এবং আমাকে রোল কল করতে হয়েছিল। ঐ দিন শুধু আমার দুই মেয়ের অনুরোধেই বের হয়েছিলাম।আমার মেয়েদের সময় দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। এই বিষয় টি কে পুঁজি করে একটি হলুদ সাংবাদিকের কুচক্রী মহল পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ (পিআরবি) ১৯৪৩ এর বিধানে পুলিশকে স্হানীয় গন্যমান্য এবং জনগণের সাথে মিলেমিশে কাজ করার কথা বলা আছে। মজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার,পুলিশই জনতা জনতাই পুলিশ। এই দুই টি স্লোগান কে মাথায় রেখেই তিনি ঈদের পরের দিন (২২ই জুলাই) বেরিয়েছিলেন। ঐ দিন লকডাউন ছিল না।