কুমিল্লার মুরাদনগরে উপজেলার সাংবাদিকদের একতাবদ্ধ করে উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রধান সংগঠন উপজেলা প্রেসক্লাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের লক্ষ্যে ৩ সদস্যে বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। ১৫ মে, রোজ বুধবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদের ভীতর গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ কমিশন গঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে এন এ মুরাদের সঞ্চালনায় সকল সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন প্রক্রিয়ায় প্রেসক্লাব গঠনে সর্বসম্মতি জ্ঞাপন করেন।
বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও সংবাদকর্মী তরিকুল ইসলাম ( দিপু)কে উক্ত কমিশনের সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে। কমিশনের অপর সদস্যরা হলেন, মুরাদনগর নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ।
নির্বাচন পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা, ভোটার তালিকা ও গঠনতন্ত্র প্রনয়ণ করার জন্য রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের বাংলা বিভাগের প্রফেসর ও প্রবীণ সাংবাদিক জনাব, শাহআলমকে প্রধান করে ৭ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে । উপকমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক আমাদের সময় মুরাদনগর উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, দৈনিক কালের কণ্ঠের মুরাদনগর প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি, দৈনিক সমাচারের উত্তর প্রতিনিধি এস এ শাহেদ, দৈনিক আমাদের কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রতিনিধি এন এ মুরাদ, দৈনিক প্রথম ভোরের মুরাদনগর প্রতিনিধি এম কে আই জাবেদ, দৈনিক কালবেলা প্রতিনিধি নাজিম উদ্দিন।
উক্ত সভায় মুরাদনগর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)