মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব পরলোকগমন করেছেন। করোনা আতঙ্কে সনাতন ধর্মাবলম্বী ওই ইউনিয়ন পরিষদ সচিব প্রদীপ চন্দ্র দেবনাথের সৎকারে পরিবার, আত্মীয়-স্বজন এমনকি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কোনো সংগঠন কিংবা কোনো ব্যক্তি এগিয়ে আসেনি।
এ অবস্থায় মানবতার দৃষ্টান্ত দেখালেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) এমপির মানবিক নিদের্শনায় মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও তার ১১ সদস্য মুসলিম যুবলীগের টিম। বিষয়টি দেখে ওসব যুবকের প্রশংসা করছেন স্থানীয়রা।
জানাযায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রদীপ চন্দ্র দেবনাথ (৩৬) নামের এক ইউপি সচিবের মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান। প্রদীপ চন্দ্র দেবনাথ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ছিলেন। তার বাড়ি উপজেলার যাত্রাপুর গ্রামে।
শুক্রবার রাত সাড়ে ৮ টায় মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে সচিব প্রদীপ সূত্রধর করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এলাকাবাসী ও উপজেলা পূজা উৎযাপন কমিটি তথা হিন্দু সম্প্রদায়ের নিকট সৎকারের সহযোগীতা চাইলে কেউ এগিয়ে আসেনি। পরে মুরাদনগরের গণ-মানুষের প্রিয় নেতা কুমিল্লা-৩ মুরাদনগর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের মানবিক নির্দেশনা মোতাবেক শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা যুবলীগ ভারপাপ্ত আহবায় মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ১১সদস্যের টিম, কোরআনের হাফেজ, মসজিদের ইমাম, মাওলানা ও সাংবাদিকের একটি দল করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রদীপ সূত্রধরকে তার বাড়ী নিজ চিতাশাল নিয়ে সৎকার করেন।
এতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ লতিফ সরকার। ইউপি’র সচিব তাজুল ইসলাম, শিক্ষক আবু কাউছার ভূইয়া, আ’লীগ নেতা আঃ সালাম ভূইয়া, দাররা ইউপি সচিব নাঈম সরকার, ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ তুহিন ও সফিক আহমেদ ।
নিহত প্রদীপ সূত্রধর মুরাদনগর উপজেলা যাত্রাপুর গ্রামের মৃতঃ সুবাস সুত্রধর ছেলে। তার নিজ বাড়ী চিতাশালে সৎকার করা হয়েছে।