১৩/০৫/২০২৪ ইং সোমবার কুমিল্লা জেলার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, কুমিল্লা এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে মেসার্স কাকলী আইসক্রীম ফ্যাক্টরী, হোসেনতলা, মুরাদনগর, কুমিল্ল নামক প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে পরীক্ষণপূর্বক সিএম সনদ গ্রহণ না করে আইসললীক পণ্য উৎপাদন, বিক্রি বিতরণ করায় বিএসটিআই আইন অনযায়ী ৫০,০০০/-( পঞ্চাশ হাজার টাকা) জরিপানা করা হয় এবং বিপুল পরিমান আইসললি (ম্যাঙ্গো ১১ কার্টুন, স্পিড ড্রিংকস ০৫ কার্টুন, রোবট ড্রিংকস ১১ কার্টুন, চাটনি ফ্লেভার ১০ কার্টুন), সোডিয়াম সাইক্লোমেট ০২ কেজি, ১০টি হিটার, দুটি বড় বালতি, ৭টি বড় ড্রাম জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া, মেসার্স মা নাদিয়া স্টোর, দলিরামপুর, মুরাদনগর, কুমিল্লা এবং মেসার্স আনিশা স্টোর, দলিনামপুর, মুরাদনগর, কুমিল্লা হতে ফার্মেন্টেড মিল্ক(মাঠা) এর গুনগত মান পরীক্ষা করার জন্য সংগ্রহ করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব সিফাত উদ্দীন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর, কুমিল্লা এবং বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) ও আরিফ উদ্দীন প্রিয়, পরিদর্শক(মেট) অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ সোহেপ