মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী, ৭/৮টি মাদক মামলার আসামী গোলাম কিবরিয়া (৩০) কে ১০ কেজি গাজাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ই আগষ্ট ) রাত সোয়া ৯টায় উপজেলার পূর্ব নগরপাড় গ্রামের চৌ-রাস্তা থেকে তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার র্শীষ মাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়া মাদক দ্রব্যসহ কসবা থেকে তার বাড়িতে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি(তদন্ত) মোকাদ্দেস হোসেনের নেতৃত্বে এসআই জালাল, এসআই হানিফসহ একদল পুলিশ ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের পূর্ব নগরপাড় চৌ-রাস্তায় অবস্থান করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে কিবরিয়া পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাজ থেকে ১০ কেজি গাজা উদ্ধার করা হয় এবং তার সহযোগী জুয়েল এবং রাছেল কে আটক করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুরাদনগর, কুমিল্লা মীর আবিদুর রহমান এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন,কিবরিয়া উপজেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৭/৮ টি মাদকের মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।