মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউপি মসজিদের দানবাক্সের টাকা, মুসুল্লিদের নামাজের চেয়ার, সিলিং ফ্যান, ইমামের মোবাইল ও টাকাসহ বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেই চলেছে। যেন থামছেই না চুরি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নগরপাড় এলাকায় আরাফাত এন্টারপ্রাইজ বসুন্ধরা এলপি গ্যাসের ডিলারের দোকান থেকে ১৬টি চুলা, ১২কেজি ওজনের গ্যাসসহ ৬০টি বোতল তিনটি তালা ভেঙে নিয়ে যায়। এতে ২/৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মহসিন মিয়ার কর্মচারী জানিয়েছেন।এ ব্যাপারে ভুক্তভোগী মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে মাত্র কয়েক দিন আগে গুনজর গ্রামের একমাত্র চলাচলের রাস্তার উপর নির্মিত সেতুর ভাঙ্গা স্থানে দেওয়া জাহাজ কাটা প্লেইটভারটিও নিয়ে যায়। ফলে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও ইট ও মাটির ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এছাড়াও সম্প্রতি মুরাদনগরের বিভিন্ন স্থানে দোকান চুরির খবর পাওয়া গেছে।
১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ মসজিদের সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জানু মিয়া বলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার,মুরাদনগর সার্কেল এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই এলাকায় নিরাপত্তা জোরদার কারার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।