মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে এবং লোডশেডিংয়ের হার কমাতে উপজেলার কামাল্লা এলাকায় আরেকটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।উপকেদ্রটি নির্মানে ব্যায় হয়েছে প্রায় ১কোটি ৮০ লক্ষ টাকা। গেল রবিবার উপকেদ্রটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পবিস-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মকবুল হোসেন ও নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ, ডিজিএম কোম্পানীগঞ্জ একেএম আজাদ, ডিজিএম টেকনিক্যাল জুয়েল দাশ, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ, এজিএম পিএন্ড এম মোঃ ফয়সাল, এনার্জিপ্যাক লিঃ এর প্রকৌশলীগন ও কারিগরী উপদেষ্টা প্রতিষ্ঠানের টিম লিডার সহ পবিস কর্মীদল।
ডিজিএম কোম্পানীগঞ্জ এ কে এম আজাদ জানান, ১০/১৪ এমভিএ ইনডোর উপকেন্দ্র টি চালু হওয়ায় রামচন্দ্রপুর, কামাল্লা অঞ্চলের প্রায় ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকগনের মানসম্পন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত হবে। দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলের দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার নিরসন হবে।তিনি আরও বলেন কামাল্লার মধ্যনগরে ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মিত হচ্ছে। কেন্দ্রটি চালু হলে এ অঞ্চল টি মুরাদনগরের সবচেয়ে ভালো বিদ্যুৎ সুবিধাজনক এলাকায় পরিনত হবে। বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ার খুবই অনুকূল পরিবেশ তৈরী হবে।