মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার মুরাদনগর থানার ডিউটি অফিসারের কক্ষে বসে দায়িত্ব পালন এবং থানায় আসা সেবা গ্রহীতাদের সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধান করলেন মীর আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুরাদনগর, কুমিল্লা।
রবিবার সকাল থেকেই মুরাদনগর থানার ডিউটি অফিসারের কক্ষে বসে অতিরিক্ত পুলিশ সুপার সেবা প্রদান করেন। সেবা নিতে আশা যখন জানতে পারেন সেবা প্রদানকারী ব্যক্তি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুরাদনগর তখন তারা হতবাক হয়ে যান।
থানায় সেবা নিতে আসা এক ব্যক্তি বলেন,পারিবারিক ভাবে ঝামেলা চলছে তাই সমস্যাটি সুরাহার জন্য থানায় এসেছি। এসে দেখলাম অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুরাদনগর, কুমিল্লা সাহেব ডিউটি অফিসার এর চেয়ারে বসে আছেন। প্রথমে দেখে অবাক হলাম তারপর এএসপি সাহেব বললেন চাচা আসেন বলেন আপনার কি সমস্যা। সকল ঘটনা খুলে বলার পর ওসি সাহেবকে নির্দেশ দিলেন উভয় পক্ষকে নিয়ে বসে দূত সমস্যা সমাধানের জন্য।
মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রাম থেকে এনাম জানান, আমাদের চাচাদের মধ্যে অনেক দিন থেকে পারিবারিক ভাবে দ্বন্দ চলছে তাই থানায় এসেছি সমস্যাটির সঠিক সমাধানের জন্য। ডিউটি অফিসারে দায়িত্ব পালন করছেন এএসপি স্যার জেনে খুবই ভালো লাগলো স্যার আমাদের সব কিছু শুনে ওসি স্যারকে সাথে সাথে বললেন যেন উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহা করা হয়।
এছাড়া থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের মধ্যে শাহজাহান, আব্দুল করিম, আক্কাস আলী সহ আরো অনেকের সাথে কথা হলে তারা জানান, এমন উদ্যোগ যেন আগামীতেও অব্যহত থাকে। তাহলে আমরা সাধারণ জনগন অনেক উপকৃত হবো।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোন রকম ভোগান্তি পোয়াতে না হয় সে জন্য এএসপি স্যার নিয়মত থানায় আসেন এবং রবিবার সকাল থেকেই থানায় স্যার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেছিলেন। সেবা নিতে আসা সকলের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানে স্যার আমাদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান (সার্কেল) মুরাদনগর,কুমিল্লা বলেন, যদি কেউ থানায় এসে কাঙ্খিত সেবা না পান এবং কোন ধরনের হয়রানির শিকার হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন । আমরা সেবা নিতে আসা মানুষকে সঠিক সেবা দূত সময়ের মধ্যে দিতে চাই।