মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় কন্যা শিশু
দিবস-২০২০ পালিত হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় নারী সমতায়ন, নারীর অধিকার ও বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহাম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের মুরাদনগর প্রতিনিধি আজিজুর রহমান রনি, প্রশিক্ষনাথী তাছলিমা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে সেলাই কাজ ও বিউটিশিয়ানে প্রশিক্ষন গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।