কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কৃষিজমি রক্ষার্থে ১৮ ও ১৯ নবেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দিনব্যাপী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব হাছান খাঁনসহ মুরাদনগর ও বাংগরা বাজার থানা পুলিশ।
অভিযানে, জাহাপুর ইউনিয়ন এর দড়ি কান্দি গোমতী নদীর তীর হতে ২ টি ট্রাক, বাংগরা (পূর্ব) ইউনিয়ন, খামারগ্রাম গ্রামের বিল থেকে বিল হতে একটি ড্রেজার, বাংগরা (পূর্ব) ইউনিয়ন, দৌলতপুর গ্রামের নজরুল গেইট এর সামনে হতে একটি ড্রেজার, নবীপুর (পূর্ব) ইউনিয়ন, বাখরনগর গ্রামের বিল হতে একটি ড্রেজার, ধামঘর ইউনিয়ন, লক্ষীপুর বিল হতে ২ টি এক্সক্যাভেটরসহ জাহাঙ্গীর নামের এক ব্যাক্তিকে ৫০,০০০/- অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের জেল এবং ২ টি ট্রাক,২টি এক্সক্যাভেটর, ৪টি ড্রেজার এবং প্রায় ৩০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন মুরাদনগর উপজেলার কৃষিজমি রক্ষার্থে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি