মোঃ খোরশেদ আলম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য কুমিল্লা – ৩ এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর মানবিক নির্দেশনায় করোনার টিকা নিবন্ধনে ও টিকা দেওয়ার সময় ভোগান্তি কমাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে মুরাদনগর উপজেলা ছাত্রলীগ।করোনা টিকার নিবন্ধনে মানুষজনকে আগ্রহী ও সচেতন করতে উপজেলা ছাত্র লীগের অস্থায়ী ‘বুথ’ কার্যক্রম।
করোনা টিকার নিবন্ধনে সর্বস্তরের মানুষজনকে আগ্রহী ও সচেতন করতে মুরাদনগর উপজেলা ছাত্র লীগ অস্থায়ী ‘বুথ’ করে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি করোনার টিকা নিতে সাধারণ মানুষজনের মধ্যে চালানো হয় প্রচারণা।এই কার্যক্রমে অনেক সাধারণ মানুষ টিকার নিবন্ধন বিষয়ে সচেতন হচ্ছে এর মধ্যে অনেক ব্যক্তি ছাত্র লীগের বুথে গিয়ে করোনার টিকা গ্রহণের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এ সময় করোনা মোকাবিলায় নানা রকম স্বাস্থ্য সচেতনতা প্রচারের পাশাপাশি নিবন্ধন করতে কী কী প্রয়োজন, কীভাবে করা যায় এবং এ প্রক্রিয়ায় কোনো রকম অর্থ খরচ হয় না, এ বিষয়টি প্রচার করা হয়। ছাত্র লীগের সভাপতি সফিক তুহিন জানায়, করোনা মহামারির শুরু থেকে মুরাদনগর উপজেলায় হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিল ছাত্রলীগ। এবার করোনা ভ্যাকসিন নিবন্ধনে সহায়তায় সংগঠনটি এ কার্যক্রম শুরু করেছে।
এ কার্যক্রমে রয়েছেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন এবং সাধারণ সম্পাদক হাফিজ খাঁনসহ উপজেলা ছাত্র লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।