মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের প্রদুর্ভাবে মানুষ যখন ঘরে বন্দি ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। অর্থ ও শ্রমিক উভয় সংকটের কারনে দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। এই সংকটময় সময়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র আস্থার প্রতিক মুরাদনগরের অহংকার,মানবতার ফেরিওয়ালা, জননেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে,এ উপজেলার সর্বস্তরের কৃষকদের জন্য “কম্বাইন্ড হারভেস্টার”ও একটি জাপানি প্রযুক্তির ছোট ধানকাটার মেশিন উপহার দেন এবং সেই উপহার গ্রহণ করেছেন মুরাদনগরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব অভিষেক দাস।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রুহুল আমিন সহ আওয়ামীলীগ,সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আজ পরিক্ষামূলক কিছু ধান কাটা হয় এবং আগামীকাল থেকে পুরোধমে ধান কাটা হবে।