মুরাদনগর উপজেলার বাংগরা থানাধীন সিএন্ডবি সড়ক বাইরা টংকি সড়ক (০০-১০২০ মিটার) এর ম্যাকাডেমে ৩১ মার্চ রাতের আঁধারে নিম্নমানের রাবিশ ইট বিছিয়ে ঠিকাদার কাজ করেছে মর্মে অভিযোগ পেলে উপজেলা প্রকৌশলী দপ্তর হতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় ও কাজ বন্ধ করা হয়।
সরেজমিন পরিদর্শন করে উক্ত নিম্নমানের ইট তুলে ফেলতে তিন দিনের নোটিশ দেন উপজেলা প্রকৌশলী মো: রায়হানুল আলম।
আজ ২ এপ্রিল ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ করে নিম্নমানের ইট অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে।
কার্য-সহকারী মুজিব ও শফিউল্লাহকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলী উপস্থিত হন এবং রাবিশ ইট ট্রাক্টর দিয়ে সাইট হতে অপসারণের নির্দেশ দেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি