মোঃখোরশেদআল, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরের গণ মানুষের নেতা জনাব আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ) এমপি মহোদয়ের মানবিক নির্দেশনায় মুরাদনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব রুহুলআমিন।
করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এবারের রমজানে কোথাও দেখা মিলছে না সাঁড়ি সাঁড়ি ইফতার সামগ্রীর দোকানপাট। জনসমাগম নেই হাট- বাজারে, রাস্তাঘাটে, মহল্লার অলিগলি এমনকি মসজিদেও। আর এই মহামারির মধ্যেই পবিত্র মাহে রমজান মাসের দিনগুলো যাচ্ছে । ইফতারের দোকানও সন্ধ্যার অনেক আগেই বন্ধ হয়ে যায়। ফলে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতারের সময়ে চরম অসুবিধার সম্মুখীন হন।
যার জন্যই মুলত মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চক্তরে অসহায় দরিদ্র রিকসা,ভ্যান,সিএনজি ড্রাইভার এবং পথচারীদের মাঝে জনাব রুহুলআমিন ইফতার বিতরণ করেন।
ইফতারের প্যাকেট নিয়ে এক রিক্সা চালক বলেন, রোজা রেখে সারাদিন রিক্সা চালায়। শহরে দশভাগের এক ভাগ মানুষও চলাচল করে না করোনার ভয়ে। কিন্তু আমাদের তো প্রতিদিনের মতো সংসার খরচের চাপে বের হতে হচ্ছে। আগের মতো ইনকাম নেই।আর যে টাকা ইনকাম হয় তা রিক্সা ভাড়া ও সংসার চালানো অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এবারের রমজানে ঘরে বিশেষ কিছু রান্না বা বাজার থেকে ইফতার কিনে খাওয়ারও সামর্থ্য নেই। আমি তো প্রায় সময় বাহিরে থাকি। সারাদিন রোজা রেখে ইফতার করতে গেলে মোটামুটি ৫০ টাকা খরচ হয়ে যায়। আজ আমার টাকাটা বেঁচে গেল। বিনা টাকায় ইফতার পেয়ে আমি অনেক খুশি।