ফসলি জমি রক্ষা ও জমির শ্রেণি পরিবর্তন বন্ধ করতে অবৈধভাবে ড্রেজার চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। রোববার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার মে মাসের মাসিক আইনশৃঙ্খলা সভায় তিন ফসলি জমির শ্রেণি পরিবর্তন এবং অন্যের জমি নষ্টের হাত থেকে অসাধু ড্রেজার ব্যবসা বন্ধে জাহাঙ্গীর আলম নির্দেশনা প্রদান করেন। ওই মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ড্রেজার চালানো বন্ধের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার জনগণ। তিনি নির্বাচিত হওয়ার পর উপজেলায় সিএনজি চাঁদাবাজি ও গোমতী নদী ভাঙন রোধে গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেন।
মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু বলেন, দশ বছর পূর্বে উপজেলায় ২২টি ইউনিয়নের ২৪ হাজার ৯৯৩ হেক্টর জমি ছিল। এখন আছে ২৩ হাজার ৯৫০ হেক্টর। এসব তিন ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কেটে নিয়ে গেছে বালু ব্যবসায়ীরা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)