ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ বিভাগ।
বুধবার (৮জুলাই) বিকালে তারই অংশ হিসেবে আদিতমারী থানা চত্বরে রোপণ করা হয় গাছ।
পুলিশ সুপার লালমনিরহাট সরবরাকৃত বিভিন্ন জাতের ৩০০ শতাধিক বৃক্ষের চারা আদিতমারী থানা চত্বরে রোপণ কার্যক্রম চলছে। বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন আদিমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, ওসি তদন্ত সহ থানা পুলিশের উপ- পরিদর্শক বৃন্দ।
বৃক্ষরোপন সম্পর্কে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরিবেশর ভারসাম্য রক্ষা ও দীর্ঘমেয়াদী ছওয়াব পাওয়ার সহজ নিশ্চিত মাধ্যম হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো। তিনি আরো বলেন আমরা কেন গাছ লাগাবো না? এমন প্রশ্নের একটিও যুক্তিসঙ্গত উত্তর পাওয়া যাবে না। তাই সবাই মিলে যেকোনো ফাঁকা জায়গায় একটি করে গাছের চারা লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহব্বান জানান তিনি।