ত্বকে বয়সের ছাপ পড়ছে ? কোনও ক্রিমেই কাজ হচ্ছে না ! চিন্তার কিছু নেই। সমাধান বাতলে দিবে কোরিয়ান একটি উপায়।
নিশ্চয়ই কোরিয়ান নারীদের মসৃণ ও দাগহীন ত্বক দেখে আপনিও অন্য সবার মতো মুগ্ধ হন! তবে জানেন কি? তারা কেমিকেলযুক্ত প্রসাধনী নয় বরং ঘরোয়া উপাদান ব্যবহার করেই ত্বক সুন্দর রাখে। তাই আপনার ত্বকের বয়স কমাতে ভরসা রাখুন ঘরে থাকা একটি উপাদান চালের ওপর।
এই চাল দিয়েই বানিয়ে ফেলুন দারুণ এক টোনার। যা আপনার ত্বককে পরিস্কারই করবে না সাত দিন ব্যবহার করলে বয়সের ছাপও যাবে দূরে।
কিভাবে বানাবেন এই টোনার ? তাহলে জানুন-
দু চামচ পানি নিন। একটা পাত্রে দুই কাপ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন চালের পানিটাকে একটি ভাল পাত্রে নিন। তারপর স্প্রে বোতলে পানিটা ভরে নিন। দিনে দু থেকে তিনবার মুখ পরিস্কার করে ভাল করে মুখে স্প্রে করে নিন। এই পানি ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে-<<এখানে>>
ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর/এমআরবি