বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে ৫ হাজার ৬৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শুধুমাত্র ভারতেই ৪ হাজার সাতটি স্ক্রিনে এবং একশো চারটি দেশের ১ হাজার ৬৩৩টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ফলে, মুক্তির প্রথম দিনের আয়ের ক্ষেত্রে ছবিটি রেকর্ড গড়তে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।
ভারত সহ ইউরোপের ২২টি দেশের পাশাপাশি আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ২৭টি দেশ সহ জাপান, রাশিয়া, পানামা, পেরু আরও বেশ কিছু দেশে একযোগে মুক্তি পেয়েছে সাইফ-হৃতিকের ‘বিক্রম বেদা’। যদিও এটি তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক, কিন্তু তারপরেও দর্শকদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।
এদিকে, মুক্তির আগেই ‘বিক্রম বেদা’ দেখেছেন বলে দাবি করে ছবিটিকে ‘৩ ঘণ্টার টর্চার’ বলেও অভিহিত করেছেন চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে। এখন দেখার বিষয় বক্স অফিস কতটা মাত করতে পারে ছবিটি।
‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।
সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।