শুরুটা দারুণ ছিল ‘আদিপুরুষ’-এর। ভক্তদের উন্মাদনা ছিল, অগ্রিম টিকেটও সব বিক্রি হয়ে গেছে। কিন্তু মাত্র চার দিনেই বক্স অফিসে ধ্বস নামলো। গতকাল সোমবার (১৯ জুন) মাত্র ২০ কোটি রুপি আয় করেছে ছবিটি।
মুক্তির প্রথম দিন গত শুক্রবার ছবিটি আয় করেছে ৮৬ কোটি, শনিবার ৬৫ কোটি এবং রবিবার ৬৯ কোটি রুপি আয় করেছে ছবিটি। কিন্তু সোমবার ছবির আয় হয় মাত্র ২০ কোটি রুপি।
‘আদিপুরুষ’ ভারতে আয় করেছে ২২০ কোটি রুপি। বিশ্বজুড়ে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৩৪০ কোটি রুপি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ সোমবারের বক্স অফিস ধ্বসের বিষয়টি জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘নেতিবাচক শব্দগুলোর প্রভাব খেলা দেখাচ্ছে। শক্তিশালী ওপেনিং উইকেন্ডের পরে আদিপুরুষ সোমবার ভেঙ্গে পড়েছে।’ ছবিটিতে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। এসবের প্রভাব পড়েছে ছবির ব্যবসায়, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন