বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার পর মিয়ানমারে আবারও সাইবার সঙ্কটের ঘোষণা দিয়েছে কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (এমএমসিইআরটি)। মঙ্গলবার সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সম্পর্কে সতর্কবার্তা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। মিয়ানমারের গণমাধ্যম ইলেভেন মিয়ানমার-এর খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, ১৯ মার্চ থেকে শুরু হওয়া এ সাইবার হামলা থামছে না। ব্যবহারকারীদের উচিত তাদের তথ্য অনলাইন সার্ভারে না রেখে এক্সটারনাল স্টোরেজে রাখা। ওয়েবসাইট মালিক কর্তৃপক্ষের উচিত কেনো তা হামলার শিকার হয়েছে, সেটার কারণ তদন্ত করে বের করা। এছাড়া হামলার পর এখন ওয়েবসাইটে লগ ইন করার ইউজার নেম পাল্টাতে হবে ও দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করতে হবে।
তিনি জানান, ১৯ মার্চ মিয়ানমারের ২১টি ওয়েবসাইট হ্যাক করে সাইবার-৭১। পরবর্তীতে ২১ মার্চ একটি, ২২ মার্চ আরো একটি ও ২৩ মার্চ ৬৪টি ওয়েবসাইট হ্যাক করে।
এ হামলা প্রসঙ্গে মিয়ানমারভিত্তিক হ্যাকার সংগঠন আন্ডারগ্রাউন্ড মিয়ানমার হ্যাকারস (ইউজিএমএইচ) বলেছে, বাংলাদেশের সাইবার হামলা হয়তো অনেক শক্তিশালী ছিল, তবে আমাদেরকে প্রতিক্রিয়া দেখতে হবে।
উল্লেখ্য, মিয়ানমারভিত্তিক হ্যাকাররা সর্বপ্রথম বাংলাদেশের সাইবার স্পেসে হামলা চালিয়েছিল। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশের হ্যাকাররা তাদের সাইবার স্পেসে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এ সাইবার হামলা চালায়।