আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রোজাটোম মিশরে তাদের প্রথম পরমাণুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিরোজাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আ্যালেক্সি লিখাচিওভ জানান, মিশরের আল দাব্বা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এর মধ্যদিয়ে মিশর বিশ্বের পরমাণু জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হবে। রাজধানী কায়রো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে মিশর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এটি হবে আফ্রিকা মহাদেশে রোজাটমের প্রথম পরমাণু প্রকল্প।
তিনি আরো বলেন, ৩ হাজার কোটি ডলারের এই পরমাণু প্রকল্প ২০১৮ সালের মধ্যে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মিশর চারটি পরমাণু চুল্লির মাধ্যমে ১২০০ মেগাওয়াট করে মোট ৪,৮০০ মেগা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।
প্রসঙ্গত, মিশর এবং রাশিয়ার যৌথ অর্থে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্প ব্যয়ের তিন হাজার কোটি ডলারের মধ্যে রাশিয়া শতকরা ৮৫ ভাগ অর্থের যোগান দেবে। বাকি অর্থ যোগান দেবে মিশর। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মেয়াদকাল ধরা হয়েছে ৬০ বছর এবং এতে যত পরমাণু জ্বালানি লাগবে তার সবই রাশিয়া সরবরাহ করবে। আর প্রতিটি চুল্লি চালু হওয়ার পর দশ বছর পর্যন্ত রাশিয়া রক্ষণাবেক্ষণ ও দেখাশোনের দায়িত্ব পালন করবে।
এছাড়া, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মিশরের যে সমস্ত লোকজন কাজ করবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাশিয়া এবং এরইমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রকল্পের সাথে যুক্ত মিশরের ১,৭০০ বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিবে রাশিয়া।