কোকেনের বদলে মিলছে এক বস্তা চাল। মাদক বাণিজ্য নির্মূলের অংশ হিসেবে এক অভিনব পদ্ধতি চালু করেছে ফিলিপাইনের কারাগা অঞ্চলের পুলিশ।
মিন্দানাও দ্বীপের কারাগা অঞ্চলের পুলিশ সেখানকার বাসিন্দাদেরকে উদ্দেশ্য করে বলেছে, তারা যদি তাদের কাছে থাকা কোকেন জমা দেয় তাহলে বিনিময়ে এক বস্তা চাল দেওয়া হবে।
আজ শনিবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম এবিএস-সিবিএনের খবরে বলা হয়, পুলিশের এই পদ্ধতি বেশ সাড়া মিলেছে। অনেকেই কোকেন জমা দিয়ে পুলিশের বুথ থেকে চাল সংগ্রহ করেছেন।
কারাগা পুলিশের পরিচালক গিলবার্ট ক্রুজ স্থানীয়দের উদ্দেশে মাদক নিরসনে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘কোথাও কোকেনের অস্তিত্বের সন্ধান পেলে সবাই তা কর্তৃপক্ষকে খবর দিন। যতো আঁটি কোকেন পাওয়া যাবে, সন্ধানদাতাকে ততো বস্তা চাল দেওয়া হবে।’
ফিলিপাইনের তুলনামূলকভাবে দারিদ্রপীড়িত কারাগা অঞ্চলের সিয়ারগাও ও ডিনাগাট এলাকায় অভিযানে সম্প্রতি কয়েক মিলিয়ন পেসো মূল্যের কোকেন উদ্ধার করা হয়।