বাজেভাবে দিনের শুরুটা করার পর ইনিংস হারের আশঙ্কায় ছিল বাংলাদেশ। তবে সেখান থেকে উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার পথে থেকে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। সপ্তম উইকেটে ২৮৩ রান নিয়ে দুজনের ১৩৮ রানের রেকর্ড জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে ৮১ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ।
আজ মিরপুর টেস্টের তৃতীয় দিন আগের দিনের ৩ উইকেটে ১০১ রান নিয়ে ব্যাটিং করতে নামে ৩৮ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় ও ৩১ রান করা মুশফিকুর রহিম। দিনের প্রথম ৪ ওভার নির্বিঘ্নে কাটালেও এরপরই নামে বিপত্তি। কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ৪০ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়। আর রাবাদার গুড লেন্থের ইনসুইং ডেলিভারি, ঠায় দাড়িয়ে থেকে, পায়ের ব্যবহার না করে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন মুশি। লিটন দাসও ব্যর্থ হন। মাত্র ৭ রান করে ফিরেছেন মহারাজের স্পিনে। আর তাতেই ১১২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ইনিংস হারের ঝুকিতে পড়ে বাংলাদেশ।
তবে সেখান থেকে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। লাঞ্চের আগে বাকি সময় আর উইকেট হারায়নি টাইগাররা। এরই মধ্যে ৯৪ বলে অর্ধশতক পূরণ করেন মিরাজ। মিরাজকে ভালো সঙ্গ দেন জাকের। ১০২ বলে ৬ বাউন্ডারিতে ফিফটি তুলে নেন এই ব্যাটারও। তবে হাফসেঞ্চুরি পাবার পর বেশক্ষণ টিকতে পারেননি জাকের কেশব মহারেজের স্পিনে আউট হন ৫৮ রানে। ভাঙ্গে ১৩৮ রানের জুটি। ২৫০ রানে ৭ম উইকেট হারায় বাংলাদেশ। এরপর স্পিনার নাইম হাসান ভালো সঙ্গ দেন মিরাজকে।
প্রথমে বৃষ্টির কারনে খেলা বন্ধ হয় ও এরপর ৭ উইকেট স্বাগতিকদের স্কোর যখন ২৮৩ সেসময় আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরিস্থিতির উন্নতি না ঘটায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগেই দিনের খেলা স্থগিত ঘোষণা করেন আম্পায়াররা। ৮১ রানের লিড নিয়ে মিরাজ ৮৭ ও নাঈম ১৬ রানে অপরাজিত আছেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪১ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি