তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে নিজে মাস্ক পরি অন্যকেও মাস্ক পরতে সচেতন করি এই শ্লোগানে করোনা ভাইরাস (ওমিক্রনে) বিস্তার রোধ কল্পে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরা ও রেস্তোরাঁয় টিকা সনদ যাচাই ছাড়া খাবার গ্রহণ ও প্রদান করায় রেস্তোরাঁর মালিক ও ক্রেতাসহ ৯টি মামলা ও ড্রাগ আইনে ৩ টি মামলায় মোট ১৯ হাজার ৯’শত টাকা জরিমানা করা হয়েছে। এসময় রেস্তোরাঁর মালিক ও ক্রেতাদের টিকা সনদ ও মাস্ক পরা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। এখন থেকে আরো কঠোরভাবে বিধি নিষেধ প্রতিপালন হবে বলে জানা যায়।
মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর তত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা। এই অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।