মালয়েশিয়ায় ৩শ’ বাংলাদেশিসহ ৫২৫ জন অবৈধ কর্মীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় রোববার (১৪ জুলাই) বিকেলে কুয়ালালামপুরের কোতারায়া, জালান পুডু ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে জাল ভিসা ব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
এই অভিযানে ১ হাজার ৭০৯ জন কর্মীর কাগজপত্র যাচাই করে এর মধ্যে ৩শ’ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ কর্মীকে আটক করা হয়।
মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার। বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় ১২ লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় বসবাস করছেন। তবে আরও বহু বাংলাদেশি অবৈধভাবে সেখানে পাম বাগান, নির্মাণসহ বিভিন্ন খাতে স্বল্প মজুরিতে কাজ করছেন বা দালালের খপ্পরে পড়ে শ্রম দিতে বাধ্য হচ্ছেন।
অভিবাসন বিভাগের পরিচালক দাতো ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদ জানান, আটকদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে ব্যবস্থা নেয়া হবে।