মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি শ্রমিকদের সঙ্কুচিত বাসস্থানে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত ৯জন ভারতীয় এবং অন্য একজন বাংলাদেশি নাগরিক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। আগুন নেভাতে তাদের প্রায় চার ঘন্টা সময় লেগেছে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ টুইট করে বলেছেন, শহরের বিপজ্জনক অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনা। বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং বিপুল সংখ্যক আহত হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্ত করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এদিকে মালদ্বীপে ভারতের হাইকমিশন একটি টুইটে বলেছে, মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মালদ্বীপের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।