মোঃ সদরুল কাদির (শাওন), অর্থ-বাণিজ্য ডেস্ক::
অনলাইনে মোবাইল অ্যাপ’র মাধ্যমে গাঁজা অর্ডার করা এখন মোবাইলের মাধ্যমে খাবার বা ক্যাব বুক করবার মতোই সহজ ব্যাপার। এমনই সুবিধা চালু হল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
গাঁজা বিক্রির ব্যাপারে নতুন আইন চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই আইন কাজে লাগিয়েই গাঁজা বিক্রির এই অভিনব উপায় চালু করেছে ‘ইজ’ নামের একটি সংস্থা। চিকিৎসা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ টি রাজ্যে নির্দিষ্ট পরিমাণে গাঁজা বিক্রি এখন বৈধ। গত বছরের ১০ জানুয়ারি থেকে চালু হওয়া এই সুবিধাই কাজে লাগাচ্ছে ওই সংস্থা।
‘ইজ’ সংস্থার কর্ণধার শিনা শিরভি জানিয়েছেন যে, প্রায় ৪০ থেকে ৬০ ধরনের গাঁজা তারা বিক্রি করে থাকেন। গাঁজা বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলেই নিজেদেরকে দাবি করেছে ওই সংস্থা। কিন্তু ২১ বছরের কম বয়সি কোনও ব্যক্তিকে এই পরিষেবা দেওয়া হয়না বলেও জানিয়েছেন তারা।
এই আইন চালু হওয়ার পর থেকে মার্কিন দেশে গাঁজার গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। প্রতি সপ্তাহে প্রায় হাজারেরও বেশি গ্রাহককে তারা এই পরিষেবা পৌঁছে দিয়ে থাকেন বলে জানানো হয়েছে ‘ইজ’ সংস্থার তরফ থেকে।