মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের অনুমতি দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি ফেডারেল প্রসিকিউটরদের বলেছেন, তারা যেন অঙ্গরাজ্যগুলোতে চূড়ান্ত ফল ঘোষণার আগে নির্বাচনে অনিয়ম তদন্ত করেন।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, মাকিন নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে দেশের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠে যাবে। তাই, এই অভিযোগের ব্যাপারে প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে তদন্ত করা উচিত। এতে নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা থাকবে।
এদিকে, অ্যাটর্নি জেনারেলের এই আহ্বানের প্রতিবাদে বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত ফৌজদারি অপরাধবিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় গত ৯ নভেম্বর এক ইমেইল বার্তা দিয়ে পদত্যাগ করেছেন প্রসিকিউটর রিচার্ড পিলগার।
তিনি ইমেইল বার্তায় বলেছেন, আমি আফসোস নিয়ে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের কাছে বিপুল ব্যবধানে হারেন ডোনাল্ড ট্রাম্প। এর পরই নির্বাচনে ভোট চুরির অভিযোগ তোলেন তিনি। তবে ট্রাম্প এখন পর্যন্ত তার অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।