মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান মহামারি করোনার ক্রান্তিকালীন সময়ে প্রবাসীদের সেবায় নিয়োজিত রেখে করোনায় মৃতদের দাফনের ব্যবস্থা, ফ্রি কোভিড টেস্ট, হালাল খাবার সরবরাহ, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচি এবং ফ্রি ফ্লু শট প্রদান কর্মসূচি পরিচালনা করার কারনে পুরস্কার পেলেন তিন বাংলাদেশি।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস করোনা হিরো ভূষিত করে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত তিন বাংলাদেশি হলেন- নিউইয়র্ক-বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল), জেবিবিএর প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এবং নরসিংদী জেলা সমিতির প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের সেক্রটারি আহসান হাবীব।
প্রবাসী এই তিনজন ছাড়াও আরও ১৮৮ জনকে একই ধরনের পুরস্কার দেয়া হয়েছে। তাদের মধ্যে আরও বাংলাদেশি রয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কে মহামারি চলাকালীন জীবনের ঝুঁকি সাংগঠনিক বা ব্যক্তিগতভাবে যারা কমিউনিউটির মানুষের পাশে দাঁড়িয়েছেন, ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে তাদের প্রতি সম্মাননা জানাতেই ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এ পুরস্কার প্রদানের উদ্যোগ নেন।