আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাবিহীন পরমাণু কার্যক্রম অথবা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে ৮ টি চীনা প্রযুক্তি কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় চীন, জাপান, পাকিস্তান ও সিঙ্গাপুরের মোট ২৭টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। এছাড়া মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজিকেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের আমলে এ তালিকাভুক্তির কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে ২০১৯ সালে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েকে এই তালিকাভুক্ত করা হয়। সুত্রঃ বিবিসি।