ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রাট প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রার্থী জো বাইডেনের সঙ্গী হিসেবে নভেম্বরের ভোটে নামবেন তিনি।
বুধবার ৫৫ বছর বয়সী কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে ঘোষণা করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এই পদে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হতে চলেছেন।
কমলার মায়ের নাম শ্যামলা গোপালন। মায়ের জন্ম চেন্নাইয়ে। তিনি ডাক্তারি পড়তে আমেরিকায় গিয়েছিলেন। বাবা জামাইকার অভিবাসী। কমলা হোওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পাশ করছেন ল কলেজ থেকে। হয়েছেন ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল। বিয়ে করেছেন ডগলাস এমহফকে।
দুই বছরের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করার সময় হ্যারিস ডেমোক্রেটিক পার্টির উঠতি তারকা হিসেবে সম্মান অর্জন করেন। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার জুনিয়র ইউএস সিনেটর নির্বাচনে বাজিমাত করেন। বিতর্কে ঝানু কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টির উদারনৈতিক পক্ষের সঙ্গে বনেদিদের মধ্যে একটা যোগসূত্র হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক নাগরিক আন্দোলনের সময়ে কমলা হ্যারিসকে অগ্রভাগে দেখা গেছে। এসব বিবেচনায় কমলা হ্যারিসই জো বাইডেনের রানিং মেট হিসেবে আলোচনার শীর্ষে ছিলেন। তবে কয়েকমাস আগে কমলা প্রেসি়ডেন্ট পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
এর আগে কোনও মহিলা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হননি। তবে বাইডেন এবার নির্বাচিত হলে তখন তাঁর বয়স হবে ৭৮ বছর। তিনিই হবেন সবথেকে বেশি বয়সী প্রেসিডেন্ট। ফলে দ্বিতীয়বার তাঁর ভোটে দাঁড়ানো প্রায় অসম্ভব।
এদিকে কমলাকে বেছে নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে।