মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় মঙ্গলবার ‘সুপার টুইসডে’র ভোটাভুটির পর বুথফেরত জরিপের ফলাফলে নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া ও
অ্যালাবামায় জয় পেয়েছেন বাইডেন।
ধারণা করা হচ্ছিল, সুপার টুইসডের ভোটে সবাইকে ছাড়িয়ে ছুটবেন ডেমোক্র্যাট দলীয় সিনেটর বার্নি স্যান্ডারস।
এ বিষয়ে সংবাদমাধ্যম বিবিসির উত্তর আমেরিকা অঞ্চলের সম্পাদক জন সোপেল বলেন, “রাজনীতির সবটাই হলো প্রত্যাশা এবং সে প্রত্যাশার ব্যবস্থাপনা।
প্রত্যাশা করা হচ্ছিল, সুপার টুইসডের ভোটে দ্রুতগতির ট্রেনের মতো ছুটবেন স্যান্ডারস এবং কেউ তাঁর সঙ্গে পাল্লা দিতে পারবেন না। কিন্তু তেমনটা হয়নি।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে যখন দ্রুত বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হলো, তখন থেকেই ব্যাপারটা হয়ে গেল দুই ঘোড়ার মধ্যে রেসের মতো। স্যান্ডারসের জয়ের ব্যাপারে প্রত্যাশা করা আমরা গণমাধ্যমকর্মীরা এখন বলছি, ‘বাহ! প্রত্যাশার চেয়ে অনেক ভালো করছেন বাইডেন।’
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেটিক পার্টি থেকে কে মনোনয়ন পাচ্ছেন, তারই একটি বাছাই প্রক্রিয়া ছিল সুপার টুইসডের এই ভোট।
১৪টি স্টেটে অনুষ্ঠিত এই ভোটে নিজের স্টেট ভারমন্টে জয় পাচ্ছেন সিনেটর বার্নি স্যান্ডারস—এমন আভাসও পাওয়া যাচ্ছে। এ ছাড়া ধনকুবের মাইকেল ব্লুমবার্গও আমেরিকান সামোয়াতে জয় পেতে যাচ্ছেন—এমন আভাস দিচ্ছে বুথফেরত জরিপ।
সূত্র: শীর্ষনিউজ।