বার্ধক্যজনিত কারণে ৯২ বছর বয়সে মারা গেলেন সুপার মার্কিন কমেডিয়ান জেরি স্টিলার।
অভিনেতার ছেলে বেন স্টিলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১১ মে) বেন স্টিলার টুইটার বার্তায় বাবার মৃত্যুর খবরটি জানান। তিনি লেখেন, আমার বাবা জেরি স্টিলার আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি একজন মহান বাবা এবং দাদা ছিলেন। এছাড়া প্রায় ৬২ বছরের সংসার জীবনে খুব ভালো একজন স্বামী ছিলেন। বাবা তোমাকে অনেক ভালোবাসি।
জেরি স্টিলার নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের আনন্দিত করেছেলেন। তার অভিনীত বহু টেলিভিশন শো দর্শক নন্দিত।
টেলিভিশন শো ‘সেইনফেল্ড’-এ দুর্দান্ত অভিনয় করে ১৯৯৭ সালে এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
জেরি স্টিলার ‘ম্যারিড টু লাফটার’ শিরোনামে আত্মজীবনী লিখেছেন। যেখানে তিনি নিজের জীবনের সহজ ও বাঁকা পথ অতিক্রম করার গল্পগুলো তুলে ধরেছেন।