মস্তিস্কে রক্তক্ষরন এবং করোনা আক্রান্ত অবস্থায় দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ রেফারেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি কিছুদিন যাবত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ৯ অগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। পর দিন সকাল থেকে তাঁর স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল। চিকিৎসকদের পরামর্শে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। এমআরআই স্ক্যানে দেখা যায়, তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়নি। ১৩ অগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। সোমবার বিকেল পৌনে ছয়টা নাগাদ তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইট বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি।