প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া-১ ( নাসিরনগর) আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ সংগ্রাম বলেন শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অবদান বলে শেষ করা যাবেনা। প্রতিটি প্রতিষ্ঠানে প্রচুর অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল ল্যাব, শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ইত্যাদি বহুবিধ সুবিধা দিচ্ছে সরকার। মাধ্যমিক শিক্ষাকে আধুনিকায়ন করতে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই। আর মানসম্মত শিক্ষাই প্রকৃত মানুষ গড়ার নিয়ামক।
ভারপ্রাপ্ত সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, এসিল্যান্ড তাহমিনা আক্তার বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক – কর্মচারী, অভিভাবক প্রতিনিধি, সাধারণ অভিভাবক, এলাকার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।