মানব উন্নয়নে অসাধারণ সফলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ মানব উন্নয়ন সমীক্ষা-২০২০ এ গত বছরের চেয়ে আরো দুই ধাপ এগিয়েছে। বর্তমানে ১৩৩তম অবস্থানে এসেছে বাংলাদেশ। আর দক্ষিণ এশীয় ৮টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৫ম।
মানব উন্নয়ন সমীক্ষা-২০২০ এর রিপোর্টে বলা হয়েছে, ১৯৯০-২০১৯ সাল পর্যন্ত মানব উন্নয়ন সূচক শতকরা ৬০ দশমিক ৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড় মানের চেয়ে বেশি ছিল।
প্রসঙ্গত, ১৯৯০-২০১৯ সাল নাগাদ বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে ১৪ দশমিক ৪ বছর, গড় শিক্ষাকাল বেড়েছে ৩ দশমিক ৪ বছর এবং প্রত্যাশিত শিক্ষাকাল বেড়েছে ৬ বছর। এছাড়া এসময়ে মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে প্রায় শতকরা ২২০ দশমিক ১ ভাগ।
আজ সোমবার (২১ ডিসেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় সবসময় গুরুত্ব দিয়েছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানায় ইউএনডিপির একটি বিজ্ঞপ্তি।
উল্লেখ্য, মানব উন্নয়ন সমীক্ষা ২০২০-এর এই বছরের শিরোনাম ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার: হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এনথ্রোপোসিন’ রিপোর্টটি আন্তর্জাতিকভাবে উন্মোচনের ৬ দিন পর আজ সোমবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এবারের সমীক্ষায় পরীক্ষামূলকভাবে নতুন একটি সূচক সংযোজন করা হয়েছে। মানব উন্নয়ন সূচকের মাধ্যমে মূলত একটি দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার সামগ্রিক অবস্থা পরিমাপ করা হয়।
তবে এবার মানব উন্নয়ন সমীক্ষা প্রবর্তনের ৩০তম বার্ষিকীতে দুটি বিষয় নতুন ভাবে যুক্ত করা হয়েছেঃ ১)কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা ২) মোট ব্যবহৃত সম্পদের পরিমাণ।